IQNA

ইসরাইলের বোমাবর্ষণে কয়েক ডজন ফিলিস্তিনি শহীদ

0:01 - December 01, 2023
সংবাদ: 3474735
তেহরান (ইকনা): গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের 56তম দিনে কয়েক ডজন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এদিকে, ইসলামী জিহাদ আন্দোলন ঘোষণা করেছে, প্রতিরোধ যোদ্ধারা কোনোভাবেই পিছু হটবে না এবং দখলদার সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর অবরুদ্ধ গাজার উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবর্ষণে শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। এতে এ পর্যন্ত অন্তত ৩২ জন শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ১০ জন, রাফাহ শহরে নয়জন এবং পাঁচজন শহীদ হয়েছেন গাজা সিটিতে। আজ স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। এরপরপরই ইসরাইল আগ্রাসন শুরু করে।
 
ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার গাজার একটি হাসপাতালের দৃশ্য দেখে এই আগ্রাসনকে শিশু-বিরোধী যুদ্ধ বলে অভিহিত করেছেন।  
 
এদিকে, দক্ষিণ গাজা ছাড়ার জন্য ইসরাইলি সেনারা সেখানে লিফলেট ফেলেছে। এ থেকে আশংকা করা হচ্ছে ইসরাইল আগ্রাসনের তীব্রতা বাড়াবে। কাতার জানিয়েছে, আবার যুদ্ধবিরতিতে ফেরার জন্য ইসরাইল ও হামাসের সাথে আলোচনা চলছে। ইসরাইলের হামলা শুরুর ঘটনায় তারা গভীর দুঃখ প্রকাশ করে বলেছে, ইসরাইলের মধ্যস্থতার প্রক্রিয়া কঠিন হয়ে উঠবে।
 
হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সাত দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার আগ্রাসন শুরু করেছে দখলদার সেনারা। গাজাভিত্তিক হামাসের স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
 
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, উত্তর গাজায় এরইমধ্যে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এছাড়া, গাজার উত্তর-পশ্চিমাঞ্চলে দুই পক্ষের গোলা বিনিময়ের ঘটনা ঘটেছে।
 
শেষ মুহূর্তে ইসরাইল হামাসের সাথে যুদ্ধবিরতির অবসানের কথা জানায়। তারা দাবি করেছে, গাজা থেকে হামাস রকেট ছুঁড়েছে, সেজন্য তারা যুদ্ধবিরতির অবসান ঘটাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে- ইসরাইল আগে থেকেই বলে আসছিল- যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেই তারা আবার গাজায় আগ্রাসন চালাবে। আল-জাজিরা বলছে, ইসরাইলি বাহিনী উত্তর গাজায় বিমান হামলা করেছে।
 
এর আগে কাতার, মিশর ও আমেরিকাসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উদ্যোগে হামাস ও ইসরাইলের মধ্যে প্রথমত চারদিনের যুদ্ধবিরতির চুক্তি হয়। এরপর তা দুই দফায় তিনদিন বাড়ানো হয়। গতকাল (শুক্রবার) স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। গতকাল ইসরাইলের কারাগার থেকে ৩০ জন ফিলিস্তিনি এবং ১০ জন ইসরাইলি বন্দী মুক্তি পেয়েছে।
captcha