IQNA

ইসলামের প্রতি নতুন ব্রিটিশ রাজার মনোভাব

18:42 - September 13, 2022
সংবাদ: 3472450
তেহরান (ইকনা): রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন ব্রিটিশ রাজা হয়েছেন তৃতীয় চার্লস ফিলিপ আর্থার জর্জ। প্রয়াত প্রিন্সেস ডায়ানার সূত্র ধরে কয়েক দশক ধরে আলোচনায় রয়েছেন ৭৩ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস। জলবায়ু পরিবর্তন, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি ও বিভিন্ন সামাজিক বিষয়ে তাঁর মতামতগুলো তুমুলভাবে আলোচিত। ইসলাম ধর্ম সম্পর্কেও প্রকাশ্যে নিজের ভাবনা প্রকাশ করেছেন তিনি। আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন অবলম্বনে ইসলামের প্রতি রাজার মনোভাব তুলে ধরেছেন মুহাম্মাদ হেদায়াতুল্লাহ।
কোরআন পাঠ ও আরবিতে স্বাক্ষর : যুক্তরাজ্যের লেখক সাংবাদিক রবার্ট জবসন লিখিত ‘চার্লস অ্যাট সেভেন্টি : থটস, হোপস অ্যান্ড ড্রিমস’ বইতে উল্লেখ করেছেন, ‘ব্রিটেনের রাজা ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অধ্যয়ন করেন এবং মুসলিম নেতাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে আরবি ভাষায় স্বাক্ষর করেন। ’
 
বক্তব্যে ইসলামী শিক্ষার উদ্ধৃতি : চার্লস কয়েক দশক ধরে পরিবেশ সমস্যা নিয়ে খুবই স্পষ্টবাদী ভূমিকা পালন করেছেন। তা ছাড়া জলবায়ু পরিবর্তন বিষয়ে দ্রুততম সময়ে দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে তিনি অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজে প্রদত্ত একটি বক্তৃতায় ইসলাম ও কোরআন বিষয়ক জ্ঞানের ভিত্তিতে তিনি বলেছিলেন, ‘প্রকৃতির প্রাচুর্যের সীমাবদ্ধতা রয়েছে।
 
তখন তিনি আরো বলেছিলেন, ‘তা অসীম নয়; বরং এসব বস্তু সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত। কোরআন নিয়ে আমার উপলব্ধি সঠিক হলে মুসলিমদের তা লঙ্ঘন করা উচিত হবে না। ’
 
রাজা চার্লস বলেন, ‘আমরা এই গ্রহকে খুবই ভালো উদ্দেশ্যে অন্যান্য সৃষ্টির সঙ্গে ভাগাভাগি করতে পারি। তা হলো, আমরা নিজেদের চারপাশের ভারসাম্যপূর্ণ জটিল জীবনচক্র ছাড়া থাকতে পারি না। ইসলাম সর্বদাই এই শিক্ষা দিয়েছে এবং সেই শিক্ষাকে উপেক্ষা করার কারণে সৃষ্টির সঙ্গে আমাদের বোঝাপড়া ত্রুটিপূর্ণ হচ্ছে। ’
 
ইসলামের নবীর অবমাননার নিন্দা : ২০০৬ সালে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করেন। সেই সময় ২০০৫ সালে প্রকাশিত মহানবী মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে করা ডেনিশ কার্টুনের সমালোচনা করেন এবং সবাইকে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেন। এ ধরনের ব্যঙ্গচিত্র পশ্চিমে মুসলিম বিদ্বেষ ও বাকস্বাধীনতার সীমা নিয়ে বিতর্ক তৈরি করে।
 
রমজানের শিক্ষা ধারণের আহ্বান : পবিত্র রমজান মাস শুরু হলে রাজা চার্লস সবাইকে ‘আধ্যাত্মিক চেতনা ধারণ’ করার আহ্বান জানান। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘শুধু উদারতাই যথেষ্ট নয়, কোনো কিছু থেকে বিরত থাকা, কৃতজ্ঞতাবোধ এবং একতাবদ্ধ হয়ে উপাসনা করা সারা বিশ্বের মানুষকে দারুণ সান্ত্বনা দেবে। ’
 
ইসলাম ও পাশ্চাত্য : রাজা চার্লস দীর্ঘকাল ধরে মুসলিম বিশ্ব ও পশ্চিমাবিশ্বকে কাছাকাছি আনার পক্ষে কথা বলেছেন। রাজা তৃতীয় চার্লস ১৯৯৩ সালে অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজে এক বক্তৃতা প্রদান করেন, যা তুমুল আলোচিত হয়। তখন তিনি বলেছিলেন, ‘পশ্চিমে ইসলাম সম্পর্কে প্রচুর ‘ভুল বোঝাবুঝি’ আছে। ইসলামী বিশ্বের কাছে আমাদের নিজস্ব সংস্কৃতি এবং সভ্যতার ঋণ সম্পর্কেও (আমাদের) অনেক অজ্ঞতা রয়েছে। এটি একটি ব্যর্থতা বলেই আমি মনে করি। ইতিহাস থেকে যা আমরা উত্তরাধিকারসূত্রে পেয়েছি। তা ছাড়া ‘চরমপন্থা’-কে ইসলামের পরিচয় হিসেবে উচিত নয় বলে সতর্ক করেন তিনি। ’
সূত্র : আল-জাজিরা
 

 

captcha