IQNA

ফিলিপাইনে দায়েশের নেতা নিহত

20:59 - November 06, 2020
সংবাদ: 2611769
তেহরান (ইকনা): ফিলিপাইনের সেনাবাহিনী ঘোষণা করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বোমা হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের এই হামলার পরিকল্পনা বানচাল করা হয়েছে এবং এই অপারেশনের সময় দায়েশের শীর্ষ পর্যায়ের এক নেতা নিহত হয়েছে।

ফিলিপাইনের সেনাবাহিনী ঘোষণা করেছে: ফিলিপাইনের সুলতান কুদরত প্রদেশের দক্ষিণাঞ্চলে সেদেশের পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে সন্ত্রাসবাদবিরোধী এক যৌথ অভিযানে দায়েশ তথা আইএসের ফিলিপাইন শাখার এক নেতা নিহত হয়েছে। এছাড়াও এই অভিযানে অ্যালুমিনিয়াম ফয়েলে লাগানো একটি বোমা নিষ্ক্রিয় করেছে।

পশ্চিম মিন্ডানাওতে সেনা কমান্ডার জানিয়েছেন: বুধবার জাজার নিলং নামে এক আইএস সদস্যকে গ্রেপ্তারের জন্য এই অভিযান চালানো হয়েছিল। এসময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের পরে এই শীর্ষ সন্ত্রাসী নিহত হয়।

জাজার নিলং দায়েশের সাথে যুক্ত একটি গ্রুপের নেতৃত্ব দিতো এবং সেদেশে তার নেতৃত্বে দায়েশের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতো।

3933476

 

captcha