IQNA

“ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মুসলমান” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে;

মুসলমানদের পরিস্থিতি অধ্যয়ন না করে ফিলিপাইন সংস্কৃতি অধ্যয়ন করা অনর্থক + ছবি

22:05 - July 22, 2020
সংবাদ: 2611187
তেহরান (ইকনা): ফিলিপাইনের সাবেক ইরান সাংস্কৃতিক উপদেষ্টা “ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মুসলমান” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে বলেছেন: "ফিলিপাইনের মুসলমানদের সংস্কৃতি ও পরিস্থিতি অধ্যয়ন না করে এদেশের সংস্কৃতি অধ্যয়ন করা অনর্থক। কারণ, ফিলিপাইনের সংস্কৃতি প্রভাবিত করার ক্ষেত্রে মুসলমানদের, বিশেষত মিন্দানাও মুসলমানদের ভূমিকা অনস্বীকার্য।

ফিলিপাইনের একাডেমিক্সের কুরআনিক সংস্থার শহীদ হুজ্জাতুল ইসলাম ও মুসলেমিন “সাইয়্যেদ মাহদী তাক্বাভী” মিলনায়তনে আজ (২৩শে জুলাই) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে “ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মুসলমান” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।

এই শীর্ষক বইটি মোড়ক উন্মোচনের অনুষ্ঠান কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার উদ্যোগে এই বইয়ের গবেষকগণ মোহাম্মাদ জাফারি মালেক এবং তানদিস ত্বাকাভীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও এই অনুষ্ঠানে একাডেমিক্সের কুরআনিক সংস্থার চেয়ারম্যান এবং নিউজ এজেন্সি ইকনার সিইও মুহাম্মাদ হুসাইন হাসানী, কুরআনিক সংস্থার একাডেমিক্যল মিডিয়া উপদেষ্টা মোস্তাফা কারিমী, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ইউরোপর বিভাগের প্রধান এবং ফিলিপাই্নের সাবেক রাষ্ট্রদূত মুহাম্মাদ তানহায়ী, ইসলামিক সংস্কৃতি ও যোগাযোগ সংস্থাটির দক্ষিণ ও পূর্ব এশিয়া বিভাগের প্রধান আমীর রাহিমী এবং ইসলামী সংস্কৃতি ও শিক্ষা ইনস্টিটিউট গবেষক ও সর্বোচ্চ নেতার ইসলামী শিক্ষা ও বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মাদ রেজা মোসলেহ উপস্থিত ছিলেন। iqna

 

captcha