IQNA

পাকিস্তানের কাশ্মীরে ভূমিকম্পে নিহত বেড়ে ২৪

23:10 - September 26, 2019
সংবাদ: 2609308
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তরাঞ্চল আজাদ কাশ্মীরে মঙ্গলবার শক্তিশালী ৫.৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৪৫০ জন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শক্তিশালী ভূমিকম্পের ফলে ভেঙ্গে পড়েছে বাড়িঘরসহ বিভিন্ন ভবন।
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মিরপুর শহর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে সেখানকার বিভাগীয় কমিশনার।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
এই ভূমিকম্পে পুরো আজাদ কাশ্মীরের পাশাপাশি ইসলামাবাদ, লাহোর এবং খাইবার পাখতুন অঞ্চলও কেপে উঠে। এ ছাড়া ভারতের দিল্লি, চণ্ডীগড়, জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশের কিছু অংশেও কম্পন অনুভূত হয়।  iqna

captcha