IQNA

ব্রাজিলে “নিজস্ব ভাষায় ইসলাম” শীর্ষক গ্রন্থ প্রকাশ

0:03 - June 28, 2019
সংবাদ: 2608791
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের ইসলামী সংগঠন ইউনিয়নের পক্ষ থেকে “নিজস্ব ভাষায় ইসলাম” শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই গ্রন্থটি পর্তুগীজ ভাষায় ইসলামিক নৈতিকতা ও সভ্যতার আলোকে লেখা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরীয় আওকাফ মন্ত্রণালয় ঘোষণা করেছে: পূর্বে এই গ্রন্থটি মিশরের আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরবি ভাষায় প্রিন্ট ও প্রকাশ করা হয়েছিল। সম্প্রতি ব্রাজিলের ইসলামী সংগঠন ইউনিয়ন এই গ্রন্থটি পর্তুগীজ ভাষায় প্রকাশ করেছে।
মিশরের আওকাফ মন্ত্রণালয় ঘোষণা করেছে: অনুবাদকৃত এই গ্রন্থটি দক্ষ অধ্যাপকগণ পর্যালোচনা করেছে। এই গ্রন্থটি পর্তুগীজ ভাষীদের মধ্যে বিতরণ করা হবে।

“নিজস্ব ভাষায় ইসলাম” শীর্ষক গ্রন্থটি পরিমার্জিত, সংযম এবং বুদ্ধিবৃত্তিক ধারণার মাধ্যমে সাজানো হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে মিশরের আওকাফ মন্ত্রণালয়ের স্থায়ী সম্পর্ক রয়েছে। এই বইটি ইসলামি চিন্তাধারা প্রকাশ ও সম্প্রসারণের জন্য প্রকাশ করা হয়েছে। iqna

 

 

captcha