IQNA

আগুনে বসতঘর ভস্মীভূত তবুও অক্ষত কুরআন

23:17 - May 15, 2018
সংবাদ: 2605763
পটুয়াখালীর দুমকিতে আগুনে পুড়ে বসতঘর ভস্মীভূত হলেও অক্ষত অবস্থায় পবিত্র কুরআন শরিফ উদ্ধার করা হয়েছে। কুরআন শরিফের সাদা অংশ পুড়ে গেলেও প্রত্যেকটি হরফ অক্ষত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।

 
বার্তা সংস্থা ইকনা: রোববার মধ্যরাতে উপজেলার আলগী এলাকার আব্দুল খালেক মৃধার বসতঘরে গ্যাসের চুল্লি থেকে আগুন লাগলে ভেতরে থাকা আসবাবপত্র ও নগদ ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এলে ছাই ও বসতঘরের ধ্বংসাবশেষের মধ্য থেকে অক্ষত অবস্থায় একটি কুরআন শরিফ উদ্ধার করা হয়েছে। পবিত্র কুরআনের পৃষ্ঠাগুলোর চারপাশের সাদা অংশ পুড়ে গেলেও প্রত্যেকটি হরফ অক্ষত অবস্থায় রয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে পবিত্র কুরআন শরিফটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। আরটিএনএন

ট্যাগ্সসমূহ: কুরআন ، শরিফ ، আগুন ، পবিত্র ، ইকনা
captcha