IQNA

ইরান ও ইরাকের প্রতি সমবেদনা জানিয়ে আইসেসকো’র বিবৃতি

17:27 - November 13, 2017
সংবাদ: 2604309
আন্তর্জাতিক ডেস্ক : রোববারের ভূমিকম্পে উল্লেখযোগ্য সংখ্যক ইরানি ও ইরাকির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও প্রশিক্ষণ সংস্থা (আইসেসকো)।

আইসেসকো’র ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আইসেসকো’র প্রধান আব্দুল আজিজ বিন উসমান তুওয়াজিরি এক বিবৃতিতে, ভয়াবহ ভূমিকম্পে উল্লেখযোগ্য সংখ্যক ইরানি ও ইরাকির মৃত্যুতে ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ঐ বিবৃতিতে মহান আল্লাহর কাছে নিহতদের জন্য বেহেশত কামনা করেন এবং নিহতদের পরিবারের জন্য ধৈর্য্য প্রার্থনা করেন।

এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

একইভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও ইরাকের প্রেসিডেন্ট ফওয়াদ মাসুমের প্রতি শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, এ রিপোর্ট লেখা পর্যন্ত ইরাক-ইরান সীমান্তে সংঘটিত ভয়াবহ ঐ ভূমিকম্পে ৩৮৭ জন নিহত এবং ৬৬০৩ জন আহত হয়েছে।#3663033


captcha