IQNA

ভারতে ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে বিনামূল্যে কুরআন শরিফ বিতরণ

17:06 - January 11, 2017
সংবাদ: 2602342
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরিফ বিতরণ করা হচ্ছে।
ভারতে ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে বিনামূল্যে কুরআন শরিফ বিতরণ

বার্তা সংস্থা ইকনা: ধর্মীয় গ্রন্থের মাধ্যমে ইসলাম ধর্মের সঠিক বার্তা দর্শনার্থীদের মাঝে পৌঁছে দেয়ার জন্য ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে 'ইসলাম, জীবন যাপনের জন্য সুসজ্জিত সমাজ' সংস্থাটি একাধিক স্টল নিয়েছে।

মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর মৈত্রী বার্তা সম্প্রসারণের জন্য এসকল স্টল পরিদর্শনকারীদের মাঝে এক খণ্ড পবিত্র কুরআন শরিফ অনুদান করা হচ্ছে।

'ইসলাম, জীবন যাপনের জন্য সুসজ্জিত সমাজ' সংস্থার স্বেচ্ছাসেবক আজমাল রাশিদ বলেন: হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, "অন্যকে সম্মান কর এবং বন্ধুত্ব স্থাপন কর"। কুরআন উপহার দেয়ার মাধ্যমে আমরা ইসলামের এই বার্তাকে জনগণের নিকট পৌঁছে দিচ্ছি।

তিনি বলেন: ইসলাম ধর্ম সম্পর্কে সমাজে অনেক ভ্রান্তি ধারণা রয়েছে রয়েছে। এসকল ভ্রান্তি ধারণা এবং কুসংস্কার দুর করার জন্য আমরা দর্শনার্থীদের মাঝে কুরআন শরিফ বিতরণ করছি এবং তাদের নিকট এই আসমানি গ্রন্থ অধ্যয়ন করে সঠিক ইসলামকে জানার জন্য আহ্বান জানাচ্ছি।

উক্ত সংস্থার অপর স্বেচ্ছাসেবক যায়শান বলেন: পবিত্র কুরআন সবচেয়ে মর্যাদাপূর্ণ শিক্ষক। যা আমাদেরকে সঠিকভাবে জীবন যাপন করার জন্য হেদায়েত করে।

ভারতের বার্ষিক ইন্টারন্যাশনাল বুক ফেয়ারটি এশিয়ার সর্ববৃহৎ বইমেলা হিসেবে প্রসিদ্ধ। বার্ষিক ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ভারতের রাজধানী নয়া দিল্লির পারগটি স্কয়ারে ৮ দিন ব্যাপী অব্যাহত থাকে। উক্ত বুক ফেয়ার প্রতি বছর প্রায় ৩০টি দেশ অংশগ্রহণ করে।

iqna


captcha