IQNA

ইসলামী গবেষকের মন্তব্য;

হিজাব পরায় ৬৭ ছাত্রী বহিষ্কার

ইকনা: সম্প্রতি ফ্রান্সে হিজাব পরার কারণে ৬৭ জন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। পশ্চিমাদের এমন দ্বৈত নীতির কঠোর সমালোচনা করেছেন ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান। তার এই সাক্ষাৎকারটি বার্তা সংস্থা "ইকনা"র দর্শনার্থীদের জন্য প্রচার করা হল।
captcha