IQNA

সাইয়্যেদ হাসান নাসরুল্লা;

ইসলামী বিপ্লবের সুবাদে আজকের শক্তি প্রতিরোধের অক্ষ

23:50 - February 13, 2024
সংবাদ: 3475103
ইকনা: লেবাননের হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, আইআরজিসি প্রথম থেকেই সমস্ত প্রতিরোধ গোষ্ঠীর প্রকৃত সমর্থক ছিল। আজকের শক্তি হল প্রতিরোধের অক্ষ, এজন্য ইসলামী বিপ্লবকে ধন্যবাদ।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরাইলকে যুদ্ধে জয়লাভ করতে দেওয়া যাবে না। ইসরাইল যদি গাজা যুদ্ধ থেকে বিজয়ী হিসেবে বেরিয়ে আসে তাহলে তা কেবল গাজা উপত্যকা নয় বরং গোটা অঞ্চল বিশেষকরে লেবাননের জন্য বিপজ্জনক হবে।
 
তিনি আজ (মঙ্গলবার) ইমাম হোসাইন (আ.)'র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে এক ভাষণে এ কথা বলেন।
 
তিনি বলেন: ইহুদিবাদী শাসক গাজায় তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং শুধুমাত্র বেসামরিক মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে।
 
সাইয়্যেদ নাসরুল্লাহ আরও বলেন- লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর ও ফিলিস্তিনের জন্য ভালো হবে যদি ইসরাইলকে গাজায় পরাজিত করা যায়। ইসরাইলকে পরাজিত করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান এই নেতা।
 
তিনি গাজাবাসীর প্রশংসা করে বলেন, গত ১৩০ দিনে গাজাবাসী নজিরবিহীন বীরত্বগাথা রচনা করেছে। এ পর্যন্ত দখলদারেরা অক্ষমতা ও ব্যর্থতা ছাড়া আর কিছুই তুলে ধরতে পারেনি।
 
হিজবুল্লাহ মহাসচিব বলেন, এই অঞ্চলের সব সংকটের মূলে রয়েছে ইহুদিবাদী ইসরাইল। তারা অতীতে যেমন সংকট  তৈরি করেছে, এখনও একই কাজ করছে।
captcha