IQNA

মাত্র তিন মাসে কুরআন হেফজ করলেন তুরস্কের কিশোরী

9:34 - August 07, 2021
সংবাদ: 3470459
তেহরান (ইকনা): তুরস্কের কুনিয়া শহরের অধিবাসী ১৫ বছরের “ইরিম আশকিন” মাত্র ৯৩ দিন পুরো পবিত্র কুরআন মুখস্থ করেছেন।

ইরিম আশকিন কুরআন তিলাওয়াত শেখার লক্ষ্যে কুরআন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন এবং এই কোর্সেই তিনি অতি অল্প সময়ের মধ্যে পুরো কোরআন মুখস্থ করেন।

এ ব্যাপারে ইরিম আশকিন বলেন: কুরআন তিলাওয়াত কোর্সের শিক্ষক আমার মুখস্থ করার ক্ষমতা দেখে তিনি আমাকে মহান আল্লাহর বাণী মুখস্থ করতে অনুপ্রেরণা যোগান এবং এর মাধ্যমে আমি প্রতিদিন ১ থেকে ৫ পৃষ্ঠা মুখস্থ করি। এমনটি কোন কোন সময় দিনে ১৫ পৃষ্ঠাও মুখস্থ করেছি।

তিনি বলেন: এই সাফল্যের জন্য আমার পিতা-মাতা অনেক খুশি হয়েছেন। আমিও অনেক খুশি হয়েছি। যেদিন হেফজুল কুরআন কোর্স শেষ হয়েছে, সেদিন আমি আনন্দে কেঁদেছিলাম।"

আশকিনের শিক্ষক “মিয়াস কারব” বলেন: প্রথম তিনি একটি সাধারণ ক্লাসে পড়াশোনা করতেন। তবে কুরআন মুখস্থ করার জন্য তাকে অন্য ক্লাসে স্থানান্তরিত হয়।

তিনি আশকিনের মুখস্থ করার ক্ষমতা দেখে বিস্মিত হয়েছিলেন এ ব্যাপারে তিনি বলেন: মানুষের পক্ষে এই বিষয়টি (মাত্র ৯৩ দিনে সম্পূর্ণ কুরআন হেফজ) বিশ্বাস করার একটু কঠিন। কারণ সাধারণত এই ঐশী গ্রন্থ মুখস্থ করতে কয়েক বছর সময় লাগে। iqna

captcha