IQNA

পরমাণু সমঝোতায় যেকোন পরিবর্তনের আহ্বান নাকচ করলেন প্রেসিডেন্ট রুহানি

20:19 - February 03, 2021
সংবাদ: 2612201
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পরমাণু সমঝোতায় যেকোনো ধরনের পরিবর্তন আনার বিরোধিতা করেছেন। এছাড়া, ২০১৫ সালে পরমাণু সমঝোতায় যেসব দেশ সই করেছিল তার বাইরে নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও প্রত্যাখ্যান করেন তিনি।

নতুন করে পরমাণু ইস্যুতে আলোচনা এবং তাতে সৌদি সরকারকে যুক্ত করার ব্যাপারে ফ্রান্সের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে তার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। পার্সটুডে

আজ (বুধবার) রাজধানী তেহরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, ২০১৫ সালে যে পরমাণু সমঝোতা সই হয়েছে তা খুব সহজে অর্জন করা যায় নি বরং ১০ বছরের দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার ফল হচ্ছে এই সমঝোতা। এখন এর কোনো ধারা উপধারা পরিবর্তন করা যাবে না, কোন কিছু নতুন করে এতে যুক্ত করাও যাবে না। যদি এখন পরমাণু সমঝোতায় ৫ জাতিগোষ্ঠী থাকে তাই থাকবে, যদি সেটি ছয় জাতিগোষ্ঠী হয়, তাহলে তাই থাকবে। বহুজাতিক এই সমঝোতায় নতুন করে কোনো দেশকে যুক্ত করা হবে না।

গত মাসের শেষের দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, নতুন করে পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করতে হবে এবং সে আলোচনায় ফ্রান্সের মিত্র সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় এলাকায় কয়েকটি আরব দেশকে যুক্ত করতে হবে। iqna

captcha