IQNA

সামেররায় সন্ত্রাসীদের হামলা নস্যাৎ

0:31 - December 28, 2019
সংবাদ: 2609921
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ্‌ শাবি ঘোষণা করেছে: সামেররা শহরের দক্ষিণাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলা নস্যাৎ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দেশটির হাশদ আশ্ শাবি তথা পপুলার মবিলাইজেশন ইউনিট গতকাল (২৭শে ডিসেম্বর) ঘোষণা করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস সামেররার দক্ষিণে তাল আল জাহাব এলাকায় অনুপ্রবেশ করতে চেয়েছিল এবং বালাদ শহর ও সাইয়্যেদ মুহাম্মদ মাজারের “ক্বানাত ১৪” কৌশলগত রাস্তা ব্লক করতে চেয়েছিল। তবে তাপীয় ক্যামেরা দিয়ে সন্ত্রাসীদের চিহ্নিত করে সামেররার দক্ষিণাঞ্চলে তাদের অনুপ্রবেশ ঠেকানো হয়েছে।
হাশদ আশ্ শাবি আরও জানিয়েছে: দায়েশ যে পথ থেকে অনুপ্রবেশের চেষ্টা করছে সেই পথে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।
দায়েশ তথা আইএস সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ইরাক ২০১৭ সালে বিজয় ঘোষণা করেছে এবং সন্ত্রাসীদের নিকট থেকে অধিকৃত অঞ্চলগুলি পুনরায় মুক্ত করেছে। তবে, এই সন্ত্রাসী গ্রুপটির সুপ্ত কোরগুলি এখনও ইরাকে উপস্থিত রয়েছে এবং মাঝে মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যরা বিভিন্ন সন্ত্রাসীমূলক পদক্ষেপ গ্রহণ করছে।  iqna

captcha