IQNA

অবশেষে শেইখ জাকজাকিকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিলো আদালত

21:53 - August 05, 2019
সংবাদ: 2609028
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকিকে জামিনে মুক্তির অনুমতি দিয়েছে দেশটির একটি আদালত। এর ফলে তিনি সুচিকিৎসার জন্য ভারতে যেতে পারবেন। জাকজাকির আইনজীবী ফেমি ফালানা আজ (সোমবার) ফরাসি বার্তাসংস্থা এএফপিকে এসব কথা বলেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিনি বলেন, আদালতের বিচারক জাকজাকিকে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছেন।

অবশ্য ২০১৬ সালেও একবার নাইজেরিয়ার একটি আদালত জাকজাকিকে মুক্তির নির্দেশ দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ওই নির্দেশ বাস্তবায়ন করে নি দেশটির সরকার।

গত কয়েক বছর ধরে জাকজাকির মুক্তি ও চিকিৎসার দাবিতে বিক্ষোভ করে আসছে নাইজেরিযার জনগণ।

২০১৫ সালে নাইজেরিয়ার জারিয়া শহরে শেখ জাকজাকির সমর্থকদের এক সমাবেশে সেনাবাহিনী হামলা চালায়। এ সময় জাকজাকির ছেলেসহ প্রায় এক হাজার সমর্থক প্রাণ হারান। সেনাবাহিনী আহত জাকজাকিকেও কারাগারে নিক্ষেপ করে।

এরপর কারাগারে তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। এর ফলে বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জাকজাকির বাম চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ডান চোখে এখন মাত্র ৪০ শতাংশ দৃষ্টিশক্তি রয়েছে।  iqna

 

captcha