IQNA

বেলজিয়ামের অধ্যাপক যেভাবে মুসলমান হলেন + ভিডিও

23:41 - August 28, 2018
সংবাদ: 2606574
আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের খ্রিষ্টান গবেষক এবং সার্জন "রোস বোলভিন"কে ১৯৫৪ সালে মাশহাদে ইমাম রেজা (আ.) হসপিটাল অর্গানাইজের জন্য আমন্ত্রণ জানানো হয়।

আর্চবিশপের শিশু যৌন নির্যাতনের কথা জেনেও বলেননি পোপ
বার্তা সংস্থা ইকনা: খৃষ্টান এই সার্জন ১৯৫৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি মাশহাদে ইমাম রেজা হাসপাতালের সার্জারির বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। তার উপস্থিতিতে ইরানের খোরাসান প্রদেশে আধুনিক সার্জারির ব্যবস্থা চালু হয়।
টেলিগ্রাম চ্যানেল ফাতরাস মিডিয়া বোলভিন সম্পর্কে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, মাশহাদে অবস্থিত আহলে বায়েতের (আ.) অষ্টম নক্ষত্র ইমাম রেজা (আ.)এর মাযারে তিনি অনেক বার প্রভাবিত হয়েছিলেন। তিনি অনেক অসুস্থ রোগীকে এই মাযারে এসে সুস্থ হয়ে ফিরে যেতে দেখেছেন।
রোস বোলভিন মাশহাদে থাকা অবস্থায় শিয়া মারযায়ে তাকলিদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আব্দুল্লাহ মিলানীর অপারেশন করেন। অপারেশনের পর তার যখন জ্ঞান ফেরেন তখন তিনি দোয়ায়ে আবু হামজা সুমালি পাঠ করছেন। এই দেখার পর বোলভিন ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
রোস বোলভিন বলেন: মানুষের জ্ঞান ফেরার সাথে সাথে তার বাস্তবতাকে তুলে ধরে। যখন দেখলাম আয়াতুল্লাহ সাইয়্যেদ আব্দুল্লাহ মিলানীর সকল অস্তিত্বই খোদার ইবাদতের সাথে মিশে রয়েছে, তখন আমি এই বিষয়টি এক পোপের অস্ত্রোপচারের সাথে তুলনা করলাম। অস্ত্রোপচারের পর পোপের যখন জ্ঞান ফিরল তখন তিনি গুনগুন করে গান গাচ্ছিলেন। তখন আমি বুঝলাম যে, প্রকৃত সত্য হচ্ছে ইসলাম।
তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ১৯৬৯ সালের আগস্ট মাসের ৫ তারিখে ইন্তেকাল করেন। মরহুম রোস বোলভিনকে মাহশাদে অবস্থিত "খাজেয়ে রাবিয় (রহ.)-এর মাজারের পূর্বদিকে দাফন করা হয়।
iqna

 

captcha