IQNA

মক্কা বিমানবন্দরে ৫ লাখ ৬৯ হাজার ট্যাবলেট জব্দ

23:12 - August 28, 2018
সংবাদ: 2606571
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মালেক খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কর্মকর্তাগণ ৫,৬৯,৫৩১ পিস Fentanyl ট্যাবলেট জব্দ করেছে।


বার্তা সংস্থা ইকনা: মক্কায় মালেক খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস ৫,৬৯,৫৩১ পিস চোরাচালানি Fentanyl ট্যাবলেট জব্দ করেছে।
এসকল চোরাচালানি ট্যাবলেট ২৬০ কিলোগ্রাম ওজনের একটি বিস্কুট মেকার মেশিনের মধ্যে লুকানো ছিলো। মেশিনটি চেক করার সময় এসকল ট্যাবলেট কাস্টমস কর্মকর্তাদের চোখে ধরা পরে এবং পরবর্তীতে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকটে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, Fentanyl এক প্রকার অ্যানেশথিক ড্রাগস। এরমধ্যে বেদনানাশক প্রভাব রয়েছে যা রোগীকে অপারেশন রুমে প্রবেশের আগে চেতনানাশক হিসেবে দেওয়া হয়। এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে বমি বমি ভাব এবং মাথাব্যথা হয়। Fentanyl একধরণের analgesic ওষুধ যা কোন কোন দেশে ড্রাগ হিসেবে ব্যবহার হয়।
iqna

 

captcha