IQNA

নিরাপত্তা বাহিনী কর্তৃক;

ইরাকে দায়েশের ৪৫টি বিস্ফোরক প্যাকের বিস্ফোরণ

14:44 - August 20, 2018
সংবাদ: 2606507
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের ৪৫টি বিস্ফোরক প্যাক উদ্ধার করেছে। দেশটির নিরাপত্তা বাহিনী ফাকা স্থানে এসকল বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ইরাকের নিরাপত্তা বাহিনী সেদেশ থেকে দায়েশ ক্লিয়ারিং অপারেশন অব্যাহত রেখেছে। সম্প্রতি এই অপারেশনের মাধ্যমে দায়েশের দুই সন্ত্রাসীকে গ্রেফতার এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর অন্তর্গত ৪৫টি বিস্ফোরক প্যাক উদ্ধার এবং সেগুলো ধ্বংস করেছে।
ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (১৯শে আগস্ট) তাদের ফেসবুকে এক বিবৃতিতে ঘোষণা করেছে, আনবার প্রদেশের ক্লিয়ারিং অপারেশনস কমান্ডার এই প্রদেশের বিভিন্ন স্থানে দায়েশের ঘাটি থেকে বিস্ফোরক প্যাক উদ্ধার করেতে সক্ষম হয়েছে। বিস্ফোরক প্যাকগুলো উদ্ধার করে সেগুলো পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি জানুয়ারি মাসে নিজের দেশকে দায়েশ মুক্ত ঘোষণা দিয়েছেন।
iqna

 

captcha