IQNA

কুরআন প্রদর্শনীতে হস্তলিখিত কুরআন উপস্থাপন করলেন এক হিন্দু ব্যবসায়ী

23:56 - July 03, 2018
সংবাদ: 2606128
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের শ্রীনগরে অনুষ্ঠিতব্য কুরআন প্রদর্শনীতে এক হিন্দু ব্যবসায়ী পবিত্র কুরআনের হস্তলিখিত ও মূল্যবান একখণ্ড পাণ্ডুলিপি উপস্থাপন করেছেন।

নারী প্রার্থীকে ভোট দেয়া হারাম: পাকিস্তানি রাজনীতিক
বার্তা সংস্থা ইকনা: ভারতে অবস্থিত ইরানি কালচারাল কাউন্সিলার জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর রাজ্যের কেন্দ্রীয় শহর শ্রীনগরে অনুষ্ঠিতব্য এক কুরআন প্রদর্শনীতে ৩৫ বছরের এক হিন্দু ব্যবসায়ী পবিত্র কুরআনের হস্তলিখিত ও মূল্যবান একখণ্ড পাণ্ডুলিপি উপস্থাপন করেছেন।
এই প্রদর্শনীতে দর্শনার্থীদের নিকটে অতি আকর্ষণীয় হয়ে উঠেছে এই পাণ্ডুলিপিটি। হিন্দু ব্যবসায়ী সুরেশ উবরুল এই পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের দর্শনের জন্য প্রদর্শনীতে উপস্থাপন করেছেন। পবিত্র কুরআনের হস্তলিখিত ও মূল্যবান এই পাণ্ডুলিপিটি প্রথমবারের মতো জনসাধারণের দেখার জন্য প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে।
পাণ্ডুলিপিটি এই ব্যবসায়ীর পারিবারিক সম্পদ হিসেবে তার নিকটে পৌঁছেছে। কাগজ, কপর এবং পশুর চামড়ার উপরে পবিত্র কুরআনের আয়াত ক্যালিগ্রাফি করে লেখা হয়েছে। সুরেশ উবরুল প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে এই পাণ্ডুলিপিটি জম্মু ও কাশ্মীর রাজ্যের কেন্দ্রীয় শহর শ্রীনগরে অনুষ্ঠিতব্য এক কুরআন প্রদর্শনীতে উপস্থাপন করেছেন।
এ ব্যাপারে তিনি বলেন: আমার পিতামহ হস্তলিখিত পাণ্ডুলিপি সংগ্রহ করতেন। এ ব্যাপারে তার অনেক আগ্রহ ছিল। এটি পাণ্ডুলিপিটি তিনিই সংগ্রহ করেছিলেন। এই প্রদর্শনীতে পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি ছাড়াও ৪০টি ক্যালিগ্রাফি শিল্প উপস্থাপন করেছেন।
কুরআন প্রদর্শনীর অনুষ্ঠানটি ভারতের জাতীয় শিল্প ও সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় এবং "একাডেমী অব আর্টস, কালচার এন্ড ল্যাঙ্গুয়েজ"-এর পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রদর্শনীতে ৫ হাজার হস্তলিখিত পাণ্ডুলিপি, ২৫ কিলোগ্রাম গহনা ও জহরত এবং ৯৫০টি মিনিয়েচার শিল্প উপস্থাপন করা হয়েছে।
প্রদর্শনীতে উপস্থাপিত পবিত্র কুরআনের প্রাচীনতম পাণ্ডুলিপিটি ১২৩৭ খ্রিস্টাব্দের অন্তর্গত। এই পাণ্ডুলিপিটি ফাতহুল্লাহ কাশমিরি নিজ হাতে লিখেছেন।
iqna

 

captcha