IQNA

অলিম্পিকে বাতিল করা হলো নমাজখানা নির্মাণের প্রকল্প

0:37 - February 12, 2018
সংবাদ: 2605031
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে মুসলিম অতিথিদের জন্য ভ্রমমাণ নামাজখানা নির্মাণ করার কথা ছিলো। কিন্তু দক্ষিণ কোরিয়ার পর্যটন সংস্থা এই প্রকল্পটি বাতিল করেছে।

 

বার্তা সংস্থা ইকনা: মুসলিম অতিথিদের জন্য ভ্রমমাণ নামাজখানা নির্মাণের ব্যাপারে দক্ষিণ কোরিয়ায় ইসলাম বিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হলে সেদেশের পর্যটন সংস্থা এই প্রকল্পটি বাতিল করেছে।

দক্ষিণ কোরিয়ায় ৫১ লাখ জনগণের মধ্যে ০.২ শতাংশ মুসলিম নাগরিক রয়েছে। সেদেশের পর্যটন সংস্থা সিদ্ধান্ত গ্রহণ করেছিলো শীতকালীন অলিম্পিকে মুসলিম অতিথিদের জন্য ভ্রমমাণ নামাজখানা নির্মাণ করবে। কিন্তু ইসলাম বিরোধী দলের তীব্র প্রতিবাদের কারণে তারা এই প্রকল্পটি বাতিল করেছে।

দক্ষিণ কোরিয়ার পর্যটন সংস্থার প্রতিনিধি লি জিও হুয়া বলেন: এই ঘটনা থেকে এটা বোঝা যায় যে, অলিম্পিকের হোস্ট হিসেবে আমরা মেহমানদের সকল সুবিধা দিতে পারিনি।

তিনি বলেন: আমরা মুসলিম অতিথিদের জন্য নামাজখানা নির্মাণ করতে চেয়েছিলাম। কিন্তু বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির কারণে তা সম্ভব হয়নি।

শীতকালীন অলিম্পিক ২০১৮ পিয়ং চ্যাং-এ ৯ ফেব্রুয়ারি শুরু হয়েছে। অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য অনেক মুসলিম প্রতিনিধি সেদেশে ভ্রমণ করবে। এছাড়াও মুসলিম দর্শনার্থীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

সম্প্রতি বছরগুলোয় দক্ষিণ কোরিয়া মুসলিম পর্যটকেরে সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালে সেদেশে মুসলিম পর্যটকের সংখ্যা ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধির ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে।

দক্ষিণ কোরিয়ার মুসলিম পর্যটকরা মূলত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের অধিবাসী। ধরনা করা হচ্ছে শীতকালীন অলিম্পিকের জন্য এ বছর মুসলিম পর্যটকের সংখ্যা শীর্ষে থাকবে। কোরিয়ায় পিয়ংইয়ংয়ে শীতকালীন অলিম্পিক ২৫মে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

iqna

 

captcha