IQNA

কলেরার ঝুঁকিতে রোহিঙ্গা শরণার্থীরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি

14:16 - September 26, 2017
সংবাদ: 2603924
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কলেরা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কলেরার ঝুঁকিতে রোহিঙ্গা শরণার্থীরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি
বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারে সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমের সংখ্যা আনুমানিক ৪ লাখ ৩৬ হাজার। বর্তমানে তারা আনুমানিক ৬৮টি ক্যাম্প ও স্থাপনায় রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এসব ক্যাম্পে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশের ঘাটতি রয়েছে। দ্রুত সময়ের ব্যবধানে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী স্থাপনায় পরিণত হওয়া ক্যাম্পগুলোতে খাবার ও ঔষধের মারাত্মক ঘাটতি রয়েছে।
বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার উচ্চ মাত্রায় ঝুঁকি রয়েছে। বিশেষ করে কলেরা সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। এ কারণে সবাই উদ্বিগ্ন।’
উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে হামলার অভিযোগ এনে রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতন ও বিতাড়ন শুরু করে মিয়ানমার সামরিক বাহিনী এবং বৌদ্ধ জঙ্গিরা। এরপর বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। শরণার্থীর সংখ্যা এরিমধ্যে ৪ লাখ ছাড়িয়ে গেছে।
iqna





captcha