IQNA

মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে ফিলিপাইনের জনগণের বিক্ষোভ + ছবি

14:33 - October 20, 2016
সংবাদ: 2601799
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে ফিলিপাইনের জনগণ। মার্কিন সেনা সরিয়ে নেয়ার দাবিতে গতকাল (১৯শে অক্টোবর) রাজধানী ম্যানিলায় আমেরিকার দূতাবাসের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করে।


বার্তা সংস্থা ইকনা: বিক্ষোভের শুরু করলে তাদের ওপর পুলিশ গাড়ি তুলে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িটি ঘেরাও করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ উত্তেজিত জনতার ওপর টিয়ারগ্যাসের শেল ছোঁড়ে।

কোনো কোনো খবরে বলা হয়েছে, বিক্ষুব্ধ লোকজন মার্কিন দূতাবাস দখলের চেষ্টা করে। বিক্ষোভকারীদের হাতে নানা ধরনের ব্যানার ও ফেস্টুন ছিল যাতে ফিলিপাইন থেকে মার্কিন সেনা ও সামরিক ঘাঁটি সরিয়ে নেয়ার দাবি জানানো হয়।

ম্যানিলায় মার্কিন দূতাবাসের সামনে গত মাসে এ ধরনের একটি বিক্ষোভের সময় ছয়জনকে আটক করা হয়। গত মাসে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মিন্দানাও দ্বীপপুঞ্জ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয় গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ে পরামর্শ দেয়ার জন্য ২০০২ সালে সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হয়। ২০১৫ সালে সে কর্মকসূচি বাতিল করা হয়েছে তবে এখনো মার্কিন সেনা রয়ে গেছে।

iqna


captcha