IQNA

ম্যানিলার কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ

5:18 - September 15, 2016
সংবাদ: 2601573
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: ফিলিপাইনের ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)’ দারুল কুরআনের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওযার কথা রয়েছে। অনুষ্ঠানটি ম্যানিলাতে অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে ঐ দারুল কুরআনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ম্যানিলায় অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বিভিন্ন বয়সের ৩২ জন শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা দীর্ঘ ৬ মাস যাবত ২৫০ ঘন্টায় এ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করেছে। এতে ম্যানিলায় অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে সনদপত্র প্রদান করা হবে।

মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.) দারুল কুরআন কর্তৃক তেলাওয়াত, হেফজ ও তাফসিরসহ বিভিন্ন বিভাগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের শীর্ষ শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হবে এ অনুষ্ঠানে।

ফিলিপাইনের মুসলিম বিষয়ক মন্ত্রণালয়ের সাংস্কৃতিক বিভাগের প্রধান, মুসলিম অধ্যুষিত মাহলিকা অঞ্চলের গ্রান্ড মুফতি এবং আবি মসজিদের পরিচালক (মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.) দারুল কুরআনটি এ মসজিদেই অবস্থিত) সমাপনী এ অনুষ্ঠানের অন্যতম অতিথি।

মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.) দারুল কুরআনটি ইরান কালচারাল সেন্টার ও ন্যাশনাল কমিশন অন মুসলিম ফিলিপিনোসে’র যৌথ প্রকল্প। এটি বৃহত ম্যানিলা’তে অবস্থিত এবং এ নাগাদ কুরআনিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।#3530090


captcha