IQNA

মিশরের মুবাল্লিগ:

জীবনবীমা করা হারাম!

19:29 - June 14, 2016
সংবাদ: 2600994
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের এক মুবাল্লিগ দাবি করেছেন, জীবনবীমা করা হারাম, কারণ তাকদিরে এলাহির সাথে এটা সামঞ্জস্য পূর্ণ নয়!


বার্তা সংস্থা ইকনা: মিশরের স্যাটেলাইট চ্যানেল "আল-হায়াত"-এর 'রমজান মাসের ফতোয়'র আলোকে এক অনুষ্ঠানে তারিক নামের এক ব্যক্তি (জীবনবীমার কর্মী) সেদেশের মুবাল্লিগ আল-ফিলের নিকট জীবনবীমা সম্পর্কে প্রশ্ন করেন: "জীবনবীমা কি হারাম, না হালাল?"

এ প্রশ্নের উত্তরে আল-ফিল বলেন: "বীমার অনেক প্রকারভেদ রয়েছে; কিছু আলেম সকল প্রকার বীমা'কে হারাম মনে করেন।

তিনি আরও বলেন: কিছু আলেম আছেন যারা কয়েক ধরনের বীমাকে জায়েজ বলে গণ্য মনে করেন, যেমন: গাড়ীর জন্য বীমা করা, যা বাধ্যতামূলক। অথচ কিছু অপশনাল বীমা রয়েছে, যেমন: জীবনবীমা বৈধ নয় এবং আমার মতে, জীবনবীমা সহকারে গাড়ীর জন্য বীমা করাও বৈধ নয়!

iqna


ট্যাগ্সসমূহ: মিশরের ، ইকনা ، মুবাল্লিগ
captcha