IQNA

অ্যারিজোনায় মসজিদের সামনে পবিত্র কুরআনের অবমাননা

23:54 - April 06, 2016
সংবাদ: 2600570
আন্তর্জাতিক ডেস্ক: অ্যারিজোনা প্রদেশের উত্তরাঞ্চলীয় ফিনিক্স শহরের একটি মসজিদের সামনে গত রবিবার একদল ইসলাম বিদ্বেষী বিক্ষোভ প্রদর্শন করে পবিত্র কুরআনের অবমাননা করেছে। এসময় মসজিদের আশেপাশের লোক বাধা দিলে ইসলাম বিদ্বেষীদের সাথে তাদের সংঘর্ষ হয়।


বার্তা সংস্থা ইকনা: স্বল্প সংখ্যক ইসলাম বিদ্বেষীদের এই বিক্ষোভ প্রদর্শন করার জন্য তারা ছুটির দিনটি বেছে নিয়েছে। স্বল্প সংখ্যক বিক্ষোভকারীদের মধ্যে রুবেন ইস্রায়েল যে নিজেকে খ্রিস্টানদের রাস্তার মুবাল্লিগ বলে পরিচয় করিয়েছে, বলে: একটা মসজিদ এখানে থকবে, আর আমরা ঐ মসজিদের বিরুদ্ধে কিছুই করব না?
ইস্রায়েল লস অ্যাঞ্জেলেস থেকে ফিনিক্স এসে মসজিদ ও মুসলমানদের ইসলামী কেন্দ্রের বিক্ষোভে অংশগ্রহণ করেছে।
ইস্রায়েল আরো বলে: ট্রাম্প যখন নির্বাচনে জয়ী হবে, তখন অপরাধীদের এই ভবনটিকে (মসজিদ ও ইসলামী কেন্দ্র) সুপার মার্কেটে পরিণত করব।
অপর এক বিক্ষোভকারী ইডেন রুসফেল্ট বিক্ষোভ প্রদর্শনের সময় বলে: বর্তমানে আমেরিকায় ইসলাম ধর্মের সময় শেষ হয়ে গেছে।
রবিবার হওয়ার কারণে ইসলামিক কেন্দ্র বন্ধ ছিল এবং মসজিদ ও ইসলামী কেন্দ্রের কোন কর্মীই ঘনটাস্থালে উপস্থিত ছিল না। তবে বিক্ষোভকারীদের হট্টগোল প্রতিবেশীরা ঘর থেকে বাহিরে আসেন। 12 নিউজের এক সাংবাদিক বলেছেন: বিক্ষোভকারীদের হট্টগোলের কারণের এলাকার লোক ক্লান্ত হয়ে পরেছে।
বিগত এক বছরে উক্ত ইসলামিক সেন্টারের সম্মুখে ইসলাম বিদ্বেষীরা বহুবার বিক্ষোভ প্রদর্শন করেছে।
মসজিদের প্রতিবেশী এক ব্যক্তি বলেন: বিক্ষোভকারীদের এধরণের কাজ শুধুমাত্র ঘৃণা প্রদর্শন ছাড়া আর কিছুই নয়।
যখন ইস্রায়েলকে প্রশ্ন করা হল যে, মসজিদ বন্ধ করার জন্য কেন বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে? প্রশ্নের উত্তরে সে বলে: আমরা জনগণকে তাদের বিশ্বাস প্রকাশের জন্য উৎসাহিত করি। ইস্রায়েল অভদ্রতার সাথে ঐশী গ্রন্থ পবিত্র কুরআনের পৃষ্ঠা ছেড়ার সময় বলে: আমরা তাদেরকে বাক স্বাধীনতা শেখাতে চাই। এটা আমাদের অভিব্যক্তি স্বাধীনতা। আমরা ইচ্ছা করলে কুরআন হাতে নিয়ে, তা ছিন্ন করতে পারি। আমরা পারি!
ঐ সময় পরিস্থিতি শান্ত করার জন্য ঘটনাস্থলে বেশ কয়েক জন পুলিশ অফিসার উপস্থিত ছিলেন।

iqna




captcha