IQNA

আমিরাতে ১৫টি নতুন মসজিদ নির্মিত হচ্ছে

17:44 - July 15, 2020
সংবাদ: 2611144
তেহরান (ইকনা): সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, আল আইন ও আল জাফরায় পনেরোটি নতুন মসজিদ নির্মাণাধীন রয়েছে। এসকল মসজিদে ৬ হাজারের অধিক মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবে।

সংযুক্ত আরব আমিরাতে পনেরোটি নতুন মসজিদ নির্মাণ করা হচ্ছে। এসকল মসজিদে ৬,৩০০ মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবে।

এসকল মসজিদ নির্মাণ করতে সাড়ে ৪ কোটি আমিরাতি দিরহাম ব্যয় হবে এবং এর প্রত্যেকটি মসজিদে মহিলাদের জন্য পৃথক নামাজের হল, মুয়াজ্জিন ও ইমামের থাকার জন্য কক্ষ নির্মাণ করা হবে।

আবু ধাবির নগর উন্নয়ন ও পরিবহন বিভাগ কর্তৃক নতুন এই মসজিদসমূহ নির্মাণ করা হচ্ছে। আবুধাবিতে ১৭,৪০০ বর্গ মিটার এলাকায় মসজিদসমূহ নির্মাণ হবে। এসকল মসজিদে ২,৯২৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে। আল আইনে ১৫,২৫০ বর্গ মিটার এলাকায় মসজিদসমূহ নির্মাণ হবে। এসকল মসজিদে ২,১৬২ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে। আল জাফরা ৯,২০০ বর্গ মিটার এলাকায় মসজিদসমূহ নির্মাণ হবে। এসকল মসজিদে ১,২৪৪ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে।

ধারণা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে এসকল মসজিদের নির্মাণ কাজ শেষ হবে।  iqna

 

captcha