IQNA

খুলে দেয়া হচ্ছে পৃথিবীর ভূ-স্বর্গ

14:43 - July 14, 2020
সংবাদ: 2611136
তেহরান (ইকনা): পৃথিবীর ভূ-স্বর্গ হিসেবে প্রসিদ্ধা কাশ্মীর। কাশ্মীরের রাজধানী শ্রীনগরের রাস্তায় খাবার খেতে আসা কবুতরের দল। করোনাভাইরাসের সং'ক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় সোমবার লকডাউন আ'রোপ করেছে কাশ্মীর কর্তৃপক্ষ।

কোভিড-১৯-এর তা'ণ্ডবের মধ্যে মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে পৃথিবীর ভূ-স্বর্গখ্যাত এ অঞ্চল। শুধু বিমানে উড়েই সেখানে যাওয়া যাবে।

ট্রেনে বা বাসে চড়ে ভ্রমণের রাস্তা আপাতত বন্ধ। এরপর ধাপে ধাপে খুলে দেয়া হবে কাশ্মীর। এখানে আসতে হলে পর্যটকদের করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রয়োজন হবে। এর পরেও কাশ্মীরে নেমে তাদের আবারও করোনা পরীক্ষা করা হবে। পজিটিভ পাওয়া গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হবে।

সূত্র: এএফপি

captcha