IQNA

১৯শে জুলাই থেকে;

মিশরে অনলাইন কুরআন ও হাদিস প্রতিযোগিতা

17:20 - July 13, 2020
1
সংবাদ: 2611134
তেহরান (ইকনা): মিশরের শারকিয়া যুব ও ক্রীড়া বিভাগ কুরআন ও হাদিস হেফজের প্রতিযোগিতার আয়োজন করেছে।

শারকিয়া যুব ও ক্রীড়া বিভাগের প্রধান ওয়ায়েলুল আলফি ঘোষণা করেছেন: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা বিবেচনা করে এই প্রতিযোগিতা অনলাইনের মাধ্যমে আয়োজন করা হবে। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে যুবকদের মধ্যে কুরআন ও হাদিস হেফজের প্রবণতা বৃদ্ধি করা।

তিনি বলেন: হিফজুল কুরআন ও হাদিস এবং তাজবিদ প্রতিযোগিতার অনুষ্ঠানটি অনলাইনে ১৯শে জুলাই থেকে ২২শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ওয়ায়েলুল আলফি আরও বলেন: এই প্রতিযোগিতা মোট দুইটি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগগুলো যথাক্রমে তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ এবং “রিয়াদ আস-সালেহীন” গ্রন্থ থেকে ওজু ও কুরআন তিলাওয়াতের ফজিলত সম্পর্কে দশটি হাদিস হেফজ। এই প্রতিযোগিতার অনুষ্ঠান "মাইক্রোসফট থেমস" সফ্টওয়্যারের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন: অনলাইন কুরআন ও হাদিস প্রতিযোগিতার বিজয়ীদের নাম লটারির মাধ্যমে সরাসরি অনলাইনে প্রচার করা হবে। বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও শংসাপত্র প্রদান করা হবে।

এই প্রতিযোগিতা শুধুমাত্র ১৮ থেকে ৩৫ বছরের যুবকদের জন্য অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক অংশগ্রহণ কারী শুধুমাত্র একটি বিভাগে অংশগ্রহণ করতে পারবে। iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
নতুন ভাবে কোন প্রতিযোগিতার আয়োজন করলে একটু দয়া করে জানাবেন প্লিজ 01765 17 0008
captcha