IQNA

কাতারে “শেইখ জাসেম” কুরআন প্রতিযোগিতা

21:56 - May 18, 2019
সংবাদ: 2608570
আন্তর্জাতিক ডেস্ক: কাতারে শেইখ জাসেম শিরোনামে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান গতকাল শুরু হয়েছে।

বার্তা সংস্থা : কাতারে ‘শেইখ জাসেম” কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুক্রবার বিকালে শেইখ শেখ আবদুল্লাহ ইবনে জায়েদ আল মাহমুদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ২৩৪ জন প্রতিযোগী নাম নিবন্ধন করেছে। এসকল প্রতিযোগীদের মধ্যে ১১৮ জন নারী এবং ১১৬ জন পুরুষ প্রতিযোগী রয়েছে।
“শেইখ জাসেম” কুরআন প্রতিযোগিতায় মোট ১১টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছন। দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, ভারত, ক্যামেরুন, ঘানা, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, কেনিয়া, উগান্ডা, ইন্দোনেশিয়া এবং সৌদি আরব।
এই প্রতিযোগিতা মোহতাদিন বিভাগে মোট তিনটি স্তরে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম স্তর: ফাতিহা সূরা সহকারে ৩০ পারার ছোট সূরাসমূহ (আল-কারি’আহ সূরা পর্যন্ত), দ্বিতীয় স্তর: ৩০ পারা অর্ধেক (আ’লা সূরা পর্যন্ত) এবং তৃতীয় স্তর: ফাতিহা সূরা সহকারে ৩০ পারার সকল সূরা।
এই প্রতিযোগিতায় মোট ১৫ জন বিচারক রয়েছে। বিচারকদের মধ্যে ৭ জন পুরুষ বিভাগের জন্য এবং ৮ জন নারী বিভাগের নির্ধারণ করা হয়েছে। iqna


captcha