IQNA

রিয়াদের নিকট হাজীদের সীমাবদ্ধতা অপসারণের আহ্বান জানিয়েছে দোহা

21:24 - May 17, 2019
সংবাদ: 2608564
আন্তর্জাতিক ডেস্ক: হজ পালনের ক্ষেত্রে কাতারের নাগরিকদের ওপর যে নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা রয়েছে, তা অপসারণের জন্য সৌদি আরবের নিকট কাতার আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরব রমজান মাসে উমরাহ হজ পালনের জন্য কাতারি নাগরিকদের ইলেকট্রনিক নিবন্ধন ঘোষণা দেওয়ার পর কাতার এই আহ্বান জানিয়েছে।

সৌদি সরকারের বিবৃতি অনুযায়ী, শনিবার ৭ম মে কাতারের নাগরিক এবং কাতারে বসবাসকৃত বিদেশী নাগরিকগণ সৌদি আরবের মদিনা ও জেদ্দার এয়ারপোর্টে নামতে পারবে। এদিকে কাতার বলেছে এই বিবৃতি যথেষ্ট নয়। কারণ, কাতার ও সৌদি আরবের মধ্যে আকাশ পথে কোন সফর সংগঠিত হয়নি। শুধুমাত্র স্থলপথে যোগাযোগ ছিল। তাও আবার প্রায় দুই বছর যাবত কাতার-সৌদি আরব বর্ডার বন্ধ রয়েছে।

কাতারের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় সৌদি কর্তৃপক্ষের নিকট হজ পালনের ক্ষেত্রে কাতারি নাগরিক এবং সেদেশে বসবাসকৃত বিদেশী নাগরিকদের বিরুদ্ধে যে সীমাবদ্ধতা ও বৈষম্য রয়েছে, তা অপসারণের আহ্বান জানিয়েছে।

কাতারের ১২ হাজার নাগরিক সর্বশেষ ২০১৬ সালে হজ পালন করেছে। কিন্তু এর কয়েক মাস পরে চরমপন্থিদের সমর্থন করার অভিযোগে দেখিয়া কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব। এছাড়াও কাতারের সাথে সম্পর্কিত সকল সীমান্ত বন্ধ করে দিয়েছে। আর একারণে কাতারের নাগরিকগণ বিগত দুই বছর যাবত হজ পালন করতে পারছে না। iqna

 

 

 

captcha