IQNA

ইরাকে অবমাননাকর ভিডিও প্রকাশের দায়ে এক যুবকের তিন বছর কারাদণ্ড

21:37 - May 14, 2019
সংবাদ: 2608543
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম মুসা কাযিম (আ.)কে নিয়ে অবমাননাকর ভিডিও প্রকাশের জন্য ইরাকের আদালত সেদেশের এক যুবককে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।

বার্তা সংস্থা ইকনা: নাজাফের আদালত ১২ই মে এক যুবককে ইমাম মুসা কাযিম (আ.)কে নিয়ে অবমাননাকর ভিডিও প্রকাশের জন্য তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। গতমাসে এই যুবক ভিডিওটি প্রকাশ করেছে।

এই আদালত ঘোষণা করেছে: ফেইসবুকে ইমাম মুসা কাযিম (আ.)কে নিয়ে অবমাননাকর ভিডিও প্রকাশের দায়ে এই যুবককে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

পূর্বে নাজাফের পুলিশ ঘোষণা করেছিল, এই যুবক তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে নাজাফের গভর্নর বলেছেন: আসামি দায়েশের সদস্য নয়! বরং সে অপর এক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। iqna

 

 

captcha