IQNA

৮ম ফেব্রুয়ারি;

ঢাকায় ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

21:19 - January 23, 2019
সংবাদ: 2607774
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০১৯। উক্ত সম্মেলন একাধারে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় সম্মেলনটির আয়োজন করেছে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)।

বার্তা সংস্থা ইকনা: ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালয়েশিয়া, মিসরসহ বিভিন্ন দেশের বিশ্ববিখ্যাত ক্বারীদের সুমধুর কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হবে এই ক্বিরাত সম্মেলন। সকাল ১০টা থেকে আসরের নামাজের আগ পর্যন্ত তিলাওয়াত করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সদস্যবৃন্দ, দেশের শীর্ষস্থানীয় ক্বারীগণ এবং মা'হাদুল ক্বিরাত বাংলাদেশ এর দেশি-বিদেশি শিক্ষার্থীরা।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরার বর্তমান সভাপতি ও বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। তিনি শাইখুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ (রহ.) এর বড় সন্তান। গত বছরের ১৮ এপ্রিল তার ইন্তেকালের পর আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার সভাপতি নির্বাচিত হন।

ক্বিরাত সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকার কথা রয়েছে।

উক্ত সম্মেলনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রসিদ্ধ ক্বারি হামিদ শাকের নেজাদ অংশগহণ করবেনে। তিনি বাংলাদেশে ৭ম ফেব্রুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। এছাড়াও ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে মিশরের ক্বারি শাইখ ইয়াসির মাহমুদ শারকাওঈ, তুরস্কের ক্বারি ইয়াশার চৌহাদার, ফিলিপাইনের ক্বারি নু'মান পিমবায়াবায়া, সাউথ আফ্রিকার ক্বারি শাইখ আব্দুর রহমান সা'দিয়ান অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, ১৯৬৬ সাল থেকে শুরু হয় আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলন। সম্মেলনের মূল উদ্দেশ্য হলো বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের প্রচলন। আর সেটি উপমহাদেশে শুরু হয়েছিল শাইখুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ (রহ.) ও তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ ক্বারীদের হাত ধরে। মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ (রহ.) আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী।

সম্মেলনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি ফ্যামিলি এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। iqna

 

 

captcha