IQNA

ইরানে বিমান দুর্ঘটনা: শোক জানালেন সর্বোচ্চ নেতা

19:50 - January 15, 2019
সংবাদ: 2607741
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের কাছে কারাজ শহরে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও পরিবারের সদস্যদের জন্য সমবেদনা জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। এক শোক বার্তায় তিনি দুর্ঘটনার কারণ খুঁজে বের করার কথা বলেছেন। পাশাপাশি তিনি সম্ভাব্য দুর্বলতা ও ভুলগুলো খুঁজে বের করে তা শোধরানোর তাগিদ দিয়েছেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শোক বার্তায় সর্বোচ্চ নেতা বলেন, “ইরানের সামরিক বাহিনীর নিবেদিত সদস্যদের সাহসী পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানাচ্ছি।” বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরতারে জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়াও করেন।

সর্বোচ্চ নেতা বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুঃখজনক এ ঘটানর বিষয়ে পুর্ণাঙ্গ তদন্ত করা এবং সাম্ভাব্য দুর্বলতাগুলো চিহ্নিত করা জরুরি।”
গতকাল (সোমবার) কিরগিজিস্তান থেকে আসা একটি বোয়িং ৭০৭ কার্গো বিমান কারাজে বিধ্বস্ত হয়। বিমানটি কারাজের ভুল বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানের ১৬ আরোহীর মধ্যে একজন ছাড়া বাকি সবার মৃত্যু হয়েছে। বিমানটিতে কিরগিজিস্তান থেকে গোশত আনা হচ্ছিল।

iqna

captcha