IQNA

পাকিস্তানে ইসলামী শিল্পেরে প্রদর্শন

19:34 - October 21, 2018
সংবাদ: 2607065
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ায় ইরানী সংস্কৃতি হাউসের ইমাম খোমেনী (রহ.) হলে ইসলামী পেন্টিং ও শিল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

পাকিস্তানে ইসলামী শিল্পেরে প্রদর্শনবার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনী খাইবার পাখতুনখোয়া রাজ্যের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীর উপদেষ্টা শাহবাজ খান উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে কনসুল জেনারেল "বিগার", পেশোয়ায় ইরানী কালচারাল সেন্টারের অধিভুক্ত কর্মকর্তা "আব্বাস ফামুরী", শিল্পী "জাহান জিব" এবং আবাসিন শিল্প সেন্টারের প্রধান খাজে নাসিম উপস্থিত ছিলেন।
উক্ত প্রদর্শনীতে শিল্প অধ্যাপক গাজালা সারফারাজের ৪৫টি মৃৎশিল্প এবং ২৫টি ইসলামী স্থাপত্য শিল্প প্রদর্শন করা হয়েছে।
এছাড়াও, এই প্রদর্শনীর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ক্যালিগ্রাফি পেন্টিং এবং রঙিন পেইন্টিং-এর কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। এই কর্মশালাটি পরিচালনা করেছেন ক্যালিগ্রাফির শিক্ষক সামিউল্লাহ।
iqna

 

 

captcha