IQNA

চীনের দ্বার প্রান্তে ইমাম হুসাইন (আ.)এর পতাকা + ভিডিও

23:56 - October 17, 2018
সংবাদ: 2607030
আন্তর্জাতিক ডেস্ক: চীনের সীমান্তের নিকটে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে হিমালয় পর্বতমালার কাছাকাছি একটি সুন্দর শহর "স্কার্ডো"। এই শহরের আহলে বায়েত (আ.)এর অসংখ্য ভক্ত রয়েছে।

গাজায় ইসরাইলের রক্তক্ষয়ী বিমান হামলাবার্তা সংস্থা ইকনা: চীনের সীমান্তের নিকটে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে হিমালয় পর্বতমালার কাছাকাছি একটি সুন্দর শহর স্কার্ডো। এই শহরের আহলে বায়েত (আ.)এর অসংখ্য ভক্ত রয়েছে। স্কার্ডো শহরের জনগণ ইরানকে অনেক ভালোবাসে। আর এজন্য অনেকই এই শহরকে "ক্ষুদে ইরান" বলে ডাকে।
স্কার্ডোর নাগরিকগণ হিমালয়ের তলদেশে এবং শীতল আবহাওয়ার মধ্য জীবন যাপন করেন। ভৌগলিক দিক থেকে এই এলাকার আবহাওয়া শীতল হলেও আহলে বায়েতের (আ.) প্রতি ভালোবাসার জন্য তাদের হৃদয় সর্বদা গরম থাকে।
সম্প্রতি "নাসিমে কারবালা" শিরোনামে সাংস্কৃতিক সপ্তাহ উদযাপিত হয়েছে। এই সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে ইমাম হুসাইন (আ.)এর মাযারের গুম্বজের পতাকা স্কার্ডো শহরে নিয়ে যাওয়া হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মকর্তা "মোসলেম আব্বাস সাকবান" বলেন: যখন ইমাম হুসাইন (আ.)এর মাযারের গুম্বজের পতাকা নিয়ে স্কর্ডোয় প্রবেশ করলাম, দেখতে পেলাম, অনেক দুর থেকে অসংখ্য জনগণ ইমাম হুসাইন (আ.)এর পতাকা মুবারক এক পলক দেখান জন্য বিমানবন্দরে এসেছে। আহলে বায়েতের (আ.)এর ভক্তগণ সমস্ত রাস্তাই আমাদের সাথে এসেছে এবং হিমালয়ের ঐ শহরে «لبیک یا حسین» "লাব্বাইক ইয়া হুসাইন" শ্লোগান প্রদানের মাধ্যমে কারবালার পরিবেশ সৃষ্টি করেছে।
iqna

 

captcha