IQNA

ক্যালিফোর্নিয়ায় ইসলাম বিদ্বেষী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে

17:17 - August 14, 2018
সংবাদ: 2606461
আন্তর্জাতিক ডেস্ক: কাউন্সিল অফ আমেরিকান-ইসলামিক রিলেশনসের ক্যালিফোর্নিয়ার শাখা ঘোষণা করেছে, ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ায় মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীমূলক কার্যক্রম ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: আমেরিকার কাউন্সিল অফ আমেরিকান-ইসলামিক রিলেশনসের ক্যালিফোর্নিয়ার শাখা ঘোষণা করেছে, ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম বছরে মুসলমানদের বিরুদ্ধে অপরাধ ও বৈষম্যমূলক কাজ ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে এই কাউন্সিলে মুসলমানদের নিকট হতে তাদের বিরুদ্ধে হামলার ২২৫৯টি অভিযোগ এসেছে। এরমধ্যে অধিকাংশই হামলা ভ্রমণ এবং অভিবাসীদের অধিকারের আলোকে সংগঠিত হয়েছে।

কাউন্সিল অফ আমেরিকান-ইসলামিক রিলেশনসের ক্যালিফোর্নিয়ার শাখা ঘোষণা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি ইসলামী দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের পর এধরণের অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

iqna

 

captcha