IQNA

ফজরের নামাজ মসজিদে আদায় করে পুরস্কার লুফে নিচ্ছে মিশরের শিশুরা

12:13 - August 14, 2018
সংবাদ: 2606460
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের শিশুদের মসজিদে অংশগ্রহণের প্রতি আগ্রহ সৃষ্টি করার সেদেশের উত্তরাঞ্চলীয় "বোহায়রা" প্রদেশের একটি মসজিদ অভিনব কৌশলের অবলম্বন করেছে।


বার্তা সংস্থা ইকনা: মিশরের বোহায়রা প্রদেশের ডেমনাহুর শহরের নাসির মসজিদ ঘোষণা করেছে, ১০ থেকে ১৪ বছরের যেসকল শিশুরা টানা ৪০ দিন ফজরের নামাজ মসজিদে আদায় করবে তাদেরকে পুরস্কার হিসেবে ১০০০ মিশরীয় পাউন্ড (৫৫ ডলার বা প্রায় ৪৫০০ টাকা) দেওয়া হবে।
ডেমনাহুর শহরের নাসির মসজিদের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণ বলেছেন: ডেমনাহুর শহরের অন্যান্য মসজিদও যদি এই পরিকল্পনা গ্রহণ করে তাহলে ভালো হবে। কারণ এর মাধ্যমে শিশুদের মসজিদে অংশগ্রহণ করার সংস্কৃতি চালু হবে এবং শিশুদের পরবর্তী জীবন আধ্যাত্মিকময় হবে।
গত বছর অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুলের একটি মসজিদে অনুরূপ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। ইস্তাম্বুলের ঐ পরিকল্পনা অনুযায়ী, যে সকল শিশু-কিশোর টানা চল্লিশ দিন ফজরের জামাতে অংশগ্রহণ করছে তাদেরকে উপহার হিসেবে একটি করে বাইসাইকেল দেয়া হয়েছে।
iqna

captcha