IQNA

পাকিস্তানে ইমাম জাওয়াদ (আ.)এর শাহাদাত বার্ষিকী পালিত

15:03 - August 12, 2018
সংবাদ: 2606443
আন্তর্জাতিক ডেস্ক: ৩০শে জিলকদ মোতাবেক ১৪ই সেপ্টেম্বর রোজ সোমবার ৯ম ইমাম হযরত ইমাম মুহাম্মাদ তাকীর (আ.) শোকাবহ শাহাদত দিবস। প্রতি বছরের ন্যায় শোকাবহ এই দিনটিতে পাকিস্তানের অন্যান্য শহরের সাথে কোয়েটায়ও শোক মজলিশের আয়োজন করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ৩০শে জিলকদ ৯ম ইমাম হযরত ইমাম মুহাম্মাদ তাকীর (আ.) শোকাবহ শাহাদত দিবস উপলক্ষে কোযেটায় হযরত খাদিজা (সা. আ.) মাদ্রাসায় শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
এই শোকানুষ্ঠান আজ (৮ম আগস্ট) স্থানীয় সময় ১৬:৩০শে শুরু হবে। আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে মর্সিয়া, বক্তৃতা এবং নওহা পাঠ করা হবে।
৯ম ইমাম হযরত ইমাম মুহাম্মাদ তাকীর (আ.) শাহাদাত বার্ষিকী উপলক্ষে আহলে বায়েতের (আ.) অনুশারিগণ এই শোক মজলিশে অংশগ্রহণ করবেন।
ইমাম রেজা (আ.)এর সন্তান হযরত ইমাম মুহাম্মাদ তাকীর(আ.) লাগাব হচ্ছে জাওয়াদ ও তাকী। তিনি ১৯৫ হিজরির ১০ম রজবে পবিত্র নগরী মদিনায় জন্মগ্রহণ করেন। ২২০ হিজরিতে তৎকালীন অত্যাচারী শাসক মুতাসামের নির্দেশে ইমাম মুহাম্মাদ তাকী (আ.)কে শহীদ করা হয়।
iqna

 

captcha