IQNA

হিজবুল্লাহর পত্রিকায় রোহিঙ্গাদের দুর্দশার বিবরণ

4:03 - February 19, 2018
সংবাদ: 2605089
আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের রাজধানী বৈরুত থেকে প্রকাশিত হিজবুল্লাহর ঐ পত্রিকায় রোহিঙ্গা মুসলমানদের উপর বয়ে যাওয়া অমানবিকা ও নৃশংসতার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে।

লেবাননে অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত Advisory Center for Studies and Documents সংস্থা কর্তৃক প্রকাশিত ২৬তম সংখ্যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। পত্রিকাটির এবারের সংখ্যা ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের দুঃখ-দুর্দশা’ শিরোনামে ৩১ পৃষ্ঠায় বৈরুতে প্রকাশিত হয়েছে।

এবারের সংখ্যায় যে সকল লেখা স্থান পেয়েছ সেগুলোর মধ্যে রয়েছে:

  • মূল সংকটের বিশ্লেষণ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সংঘর্ষ।
  • ২০১২ সালের পর নৃশংসতার ঢেউ।
  • আন্তর্জাতিক প্রতিদ্বন্দীদের প্রভাব।

প্রসঙ্গত, পত্রিকার শেষাংশ মিয়ানমার ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোর একটি নকশাও তুলে ধরা হয়েছে।#3692578

 

captcha