IQNA

ইরাকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য জাতীয় কুরআন প্রতিযোগিতা

0:54 - February 18, 2018
সংবাদ: 2605077
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের ঐতিহাসিক শহর কুফায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য হেফজ ও কিরাত বিভাগে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: এই প্রতিযোগিতা ১৫ই ফেব্রুয়ারি সেদেশের কুরআনিক বিজ্ঞান জাতীয় কেন্দ্রের পক্ষ থেকে এবং মিয়ছাম তাম্মারের (রহ.) পবিত্র মাযারের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান কুফা শহরের মিয়ছাম তাম্মারের (রহ.) পবিত্র মাযারের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় হেফজ ও কিরাত বিভাগে ২৫ জন দৃষ্টি প্রতিবন্ধী একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন।

প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন ইরাকের কুরআন প্রতিযোগিতার সুপ্রিম কমিটির প্রধান এবং বিশিষ্ট ক্বারি সাবা সারায়ী। ১৫ই ফেব্রুয়ারি বিকালে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হয়।

উল্লেখ্য, ইমাম আলী (আ.), ইমাম হাসান (আ.) এবং ইমাম হুসাইন (আ.)এর একনিষ্ঠ ভক্ত ছিলেন মিয়ছাম তাম্মার আসাদী কুফী । কারবালার মর্মান্তিক ঘটনার পর কুফায় তাকে শহীদ করা হয়। তিনি কুফা শহরের এক জন সৎ খুরমা ব্যবসায়ী ছিলেন। তার অনেক ফজিলতপূর্ণ ঘটনা রয়েছে। তৎকালীন অত্যাচারী শাসক ইবনে জিয়াদের নির্দেশ তাকে হত্যা করা হয় এবং কুফার ঐতিহাসিক মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

iqna

 

captcha