IQNA

লেবাননে দায়েশের একদল সন্ত্রাসী গ্রেফতার

0:19 - February 17, 2018
সংবাদ: 2605073
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের একটি দলকে গ্রেফতার করা হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে এই দলটির সরাসরি যোগাযোগ ছিল।

 

বার্তা সংস্থা ইকনা: লেবাননের সেনাবাহিনী ঘোষণা করেছে: এই সন্ত্রাসী গোষ্ঠী লেবাননের গোয়েন্দা সংস্থার একজন নিরাপত্তা উপদেষ্টাকে হত্যার পরিকল্পনা করেছিল।

লেবাননের সেনাবাহিনীর কমান্ড এক বিবৃতি প্রকাশের মাধ্যমে বলেছে: লেবাননের সেনাবাহিনী এই দলটিকে গ্রেফতার করে বিচার বিভাগে হস্তান্তর করেছে। ৭ জন লুবনানী এবং ১ জন সিরিয়ার নাগরিকের সমন্বয়ে গঠিত এই সন্ত্রাসী দলটি লেবাননের গোয়েন্দা সংস্থার একজন নিরাপত্তা উপদেষ্টাকে হত্যার পরিকল্পনা করেছিল।

সেনাবাহিনী কমান্ড এই বিবৃতিতে উল্লেখ করেছে, এসকল সন্ত্রাসীরা লেবাননের "এইন আল-হালভা" ক্যাম্প থেকে আইএস তথা দায়েশের সাথে সরাসরি যোগাযোগ করতো।

লেবাননের গোয়েন্দা সংস্থার একজন নিরাপত্তা উপদেষ্টাকে গুলি করে হত্যা করার জন্য সরাসরি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিকট থেকে নির্দেশ গ্রহণ করেছিলো। কিন্তু মুল অপারেশনে নামার আগেই তাদেরকে গ্রেফতার করা হয়।

iqna

 

 

 

captcha